শনিবার, ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জাটকা ধরায় ১৮ জেলের জরিমানা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় জাটকা ধরায় ১৮ জেলের জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার মেঘনা নদী থেকে জাটকা ধরার অপরাধে ৩০ হাজার মিটার কারেন্টজাল, চারটি মাছ ধরার ট্রলার ও ৩০ কেজি জাটকাসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। আটককৃত প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা ও ট্রলার বাবদ আরও ১৮হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল এনডিসি ভোলার প্রতিনিধিসহ সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলে, চারটি ইঞ্জিনচালিত কাঠের বোট, ৩০কেজি জাটকা ও ৩০হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮জেলের প্রত্যেককে ৩হাজার টাকা করে জরিমানা, ০৪টি ইঞ্জিনচালিত কাঠের বোট বাবদ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত জাটকা এতিম ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।