সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আজ রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিবেন খালেদা জিয়া ।। লালমোহন বিডিনিউজ
আজ রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিবেন খালেদা জিয়া ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে আজ সোমবার ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন তিনি। কিছুক্ষণের মধ্যে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ার দিকে রওনা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেখানে ময়নার গোনা ক্যাম্প, হাকিম পাড়া, বালুখালিতে ত্রাণ বিতরণ শেষে বালুখালি পান বাজারে অবস্থিত ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন। পরে মেডিকেল ক্যাম্পে সন্তানসম্ভবা পাঁচ হাজার নারীকে প্রয়োজনীয় সামগ্রী, পাঁচ হাজার শিশুকে শিশুখাদ্য বিতরণ করবেন। এর আগে উখিয়ায় অবস্থিত সেনাক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।