
শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন :“মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” এ প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে তজুমদ্দিনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি তজুুমদ্দিন বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
তজুুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ জালাল উদ্দিন।
প্রধান অতিথি বলেন তজুুমদ্দিন কে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত করতে হলে পুলিশ কে সকল শ্রেনী পেশার মানুষকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন তজুুমদ্দিন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শামিম কুদ্দুস ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন, তজুুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আনোয়ারুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি জনাব ফখরুল আলম জাহাঙ্গীর, আ’লীগ সাঃ সঃ জনাব ফজলুল হক দেওয়ান, তজুুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা সাজু, ভোলা জেলা পরিষদের সদস্য জনাব নাছিম হাওলাদার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান জনাব রিয়াদ হোসেন হান্নান।