শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা - বোরহানউদ্দিনে বানিজ্য মন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা - বোরহানউদ্দিনে বানিজ্য মন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : বাংলাদেশের মধ্যে ভোলা হবে শ্রেষ্ঠ জেলা। বোরহানউদ্দিন হবে শ্রেষ্ঠ উপজেলা। বোরহানউদ্দিনে অনেক গ্যাস রয়েছে, গ্যাসের উপর নির্ভর করে শিল্প এলাকা গড়ে উঠবে। ভোলা জেলার প্রতিটি ঘড়ে ঘড়ে গ্যাসের সংযোগ দেয়া হবে । শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শত বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল। বলেন ভোলা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শুব্রত কুমার সিকদার, ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন, বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ আঃ কুদ দূস। ভোলা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ¬ব, বোরহানউদ্দিন উপজেলা আয়ামীলীগ সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহম্মেদ মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা।