বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশে থাকা রোহিঙ্গারা মিয়ানমারে আসতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রীকে সু চি।।লালমোহন বিডিনিউজ
বাংলাদেশে থাকা রোহিঙ্গারা মিয়ানমারে আসতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রীকে সু চি।।লালমোহন বিডিনিউজ
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায় না’। মিয়ানমার সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অংসান সু চি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অং সান সু চি আমাকে বলেছেন, ‘তোমরা তাদের (রোহিঙ্গা) ফিরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত কর-তারা তো এখন আসতে চায় না।’
সু চির এ বক্তব্যের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, তারা কেন আসতে চায় না? সেটা আপনি নিশ্চয়ই জানেন। তাদের আসার পরিবেশ নাই। তাই তারা তারা আসতে চায় না।’
এসময় মন্ত্রী আরও বলেন, আমরা দ্বিপাক্ষিকভাবে সমাধানের কথা বলেছি। এভাবে সমাধান না হলে এরপর আমরা বিভিন্ন পর্যায়ে যাবো। আমরা যেহেতু হাঁটা শুরু করেছি, সুতরাং গন্তব্যে পৌঁছাবই।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোহিঙ্গার সঙ্কটের মধ্যে গত সোমবার মিয়ানমার সফরে যান। নেপিদোতে মিয়ানমারেরর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গেও কথা বলেন তিনি।