বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » চীন চায় রোহিঙ্গা সমস্যাটি দুই দেশ আলোচনা করে সমাধান করুক-পররাষ্ট্রমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
চীন চায় রোহিঙ্গা সমস্যাটি দুই দেশ আলোচনা করে সমাধান করুক-পররাষ্ট্রমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : চীনের বিশেষ দূত সান গোসিয়াং পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে বৈঠক করছেন।
বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপি এ বৈঠক হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এম শহিদুল হক জানিয়েছেন, চীনা দূত বলেছেন, বাংলাদেশ এবং মিয়ানমার বন্ধু রাষ্ট্র। এ দুই দেশ চীনেরও বন্ধু রাষ্ট্র। চীন চায় রোহিঙ্গা সমস্যাটি দুই দেশ আলোচনা করে সমাধান করুক।
সচিব জানান, চীনের দূত এর আগে মিয়ানমার সফর করেছেন।
তিনি ঢাকা সফর শেষে আবার মিয়ানমার যাবেন। বৈঠকে নয় সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন চীনা দূত। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।