মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দক্ষিণ আইচা | দৌলতখান | বোরহানউদ্দিন | ভোলা | মনপুরা | লালমোহন | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইলিশ ধরার অপরাধে ২২ দিনে দু’শত আট জেলের জেল জরিমানা ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ইলিশ ধরার অপরাধে ২২ দিনে দু’শত আট জেলের জেল জরিমানা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার অপরাধে ভোলায় ২২ দিনে ২শ’ ৮ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ২৩ অক্টোবর কোস্টগার্ড দক্ষিণ জোনের এক প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার ডিকসন চৌধুরি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা তথা দক্ষিণ জোনের মেঘনা-তেতুঁলিয়া নদীতে অভিযান পরিচালনা করে।
এতে গত ২২ দিনে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সর্বমোট ২০৮ জন জেলে, ৮২টি মাছ ধরার নৌকা, ১৫ লাখ ১৩ হাজার ৪শ’ মিটার কারেন্ট জাল, ৭১ হাজার ৮শ’ মিটার চরঘেরা জাল, ৫ হাজার মিটার মশারী জাল, ৭ টি বেহুন্দি জাল, ৭লাখ ২৭ হাজার ৫শ’ মিটার সুতার জাল, ৩৮ হাজার মিটার সিনথেটিক জাল, ৬০ কেজি সামুদ্রিক মাছ এবং ৩ হাজার ১শ’ ১০ কেজি ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক মূল্য টাকা ৯ কোটি ৬৫ লাখ টাকা।
পরবর্তীতে আটককৃত জেলে, জব্দকৃত জাল, নৌকা ও মাছ ভ্রাম্যমান আদালত এবং মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা-জরিমানাসহ নৌকা ও জাল ধ্বংস করা হয় এবং মাছ গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। “মা ইলিশ রক্ষায়” কোস্ট গার্ড দক্ষিণ জোনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।