মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » না ফেরার দেশে সাবেক মন্ত্রী ও বিএনপি’র প্রবীণ নেতা এমকে আনোয়ার ।। লালমোহন বিডিনিউজ
না ফেরার দেশে সাবেক মন্ত্রী ও বিএনপি’র প্রবীণ নেতা এমকে আনোয়ার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : প্রবীণ রাজনীতিক এমকে আনোয়ার সোমবার দিনগত রাত একটা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এমকে আনোয়ার দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্ণাঢ্য এই রাজনীতিকের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। সংক্ষেপে তিনি এমকে আনোয়ার হিসেবেই পরিচিত। ১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করা এমকে আনোয়ার কর্মজীবনে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।