বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান নকল ঔষধ উদ্ধার, ৫১ হাজার টাকা জড়িমানা
ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান নকল ঔষধ উদ্ধার, ৫১ হাজার টাকা জড়িমানা
নুরে আলম ভোলা :ভোলা শহরে ঔষধের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও ভেজাল ঔষধ জব্দ করেছে । এসময় কাউকে আটক করা না হলেও ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ড্রাগ সুপার মোঃ মাসুদ রানা, জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম হাসিনা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের সদর রোডের নব আর্দশ ও তিতাস মেডিকেল হলে অভিযান চালায়। এসময় ওই দুই দোকানে তল্লাশি চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিন্ম মানের ভেজাল ও নকল কয়েক লাখ টাকা মূল্যের ঔষধ উদ্ধার করে। অবৈধ এসব ঔষধ রাখার দায়ে নব আর্দশ দোকানকে ৫০ হাজার টাকা ও তিতাস মেডিকেল হলকে ১ হাজার টাকা জড়িমানা করে। পরে জব্দকৃত ঔষধ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে।