সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সুষমা বিএনপির কাছে সহায়ক সরকারের কথা বলেননি- ওবায়দুল কাদের ।। লালমোহন বিডিনিউজ
সুষমা বিএনপির কাছে সহায়ক সরকারের কথা বলেননি- ওবায়দুল কাদের ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপির কাছে সহায়ক সরকারের বিষয়ে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে দলের সম্পাদক মন্ডলির সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওবায়দুল কাদের বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপির কাছে সহায়ক সরকারের কথা বলেননি। বিএনপি বিষয়টি নিয়ে নাড়াচাড়া করেছিল। কিন্তু সুষমা কিছুই বলেননি।
তিনি কেনই বা বলতে যাবেন, ভারতসহ পৃথিবীর অনেকে রাষ্ট্রেই তো ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়।
তিনি বলেন, সুষমা স্বরাজ একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন যে কারণে বিএনপি নেতারা উচ্ছ্বসিত। একই কারণে তো আমরাও উচ্ছ্বসিত। কারণ, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপিকে নির্বাচন থেকে সরে না আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইলেকশনটা বয়কট করবেন না। একটি জাতীয় দল, বড় দল; আপনাদের কাছে জনগণের প্রত্যাশা আছে। আমাদেরও প্রত্যাশা আপনারা নির্বাচনে আসবেন।
আওয়ামী লীগের বর্তমান কমিটির এক বছরপূর্তি উপলক্ষে এ বৈঠক হয়। বৈঠকে কমিটির কার্যক্রম নিয়েও পর্যালোচনা হয়। নতুন কমিটির এক বছরের মূল্যায়ন ও দলীয় নেতাকর্মীদের অনিয়মের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ করছি। হাতে আরও দুই বছর সময় আছে। দলের যারাই অনিয়মে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে লোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।