
রবিবার, ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে পানিবন্দী অসহায় মানুষের পাশে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে পানিবন্দী অসহায় মানুষের পাশে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাদির হোসেন রাহিম তজুুমদ্দিন : দূর্গম গিরি কান্তার মরু দূস্তর পারাপার, লঙ্গিতে হবে রাত্রি, নিশিতে যাত্রীরা হুশিয়ার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই চরনগুলি স্মরন করিয়ে দিচ্ছে তজুমদ্দিনের মেঘনা পাড়ের বেড়িবাঁধ ভেঙ্গে পানিবন্দী অসহায় মানুষগুলোর কথা। চারদিকে যখন পানিতে থই থই রাত দিন বৃষ্টির পানির চাঁপ সেই সাথে মেঘনার উত্তাল ঢেউয়ের আঘাত। দূর্গম এলাকার অসহায় মানুষের কাছে যাওয়া দুস্কর ব্যাপার। তবুও যেতে হবে। মানুষকে বাঁচাতে হবে।
মানুষকে বাঁচার এই দৃঢ় প্রত্যয় নিয়ে জ্বরে আক্রান্ত অসুস্থ শরীর নিয়ে মেঘনা পাড়ের অসহায় মানুষের কাছে ছুটছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। যেখানেই বেড়িবাঁধ ভেঙ্গে সাধারন মানুষের হাহাকার ও আহাজারি সেখানেই ছুটে চলছেন তরুন এই সংসদ সদস্য। নিজ অর্থায়নে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। তার একটাই লক্ষ্য অসহায় মানুষকে বাচাঁতে হবে তাদের পাশে দাড়াতে হবে। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” ভুবেন হাজারিকার এই গানটি এখানে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোনো রাজনৈতিক দল নয়, কোন ধর্মের মানুষ দেখার সেই সুযোগ নেই। মেঘনা পাড়ের এ সমস্যা সমাধান করতে হবে সম্মিলিত ভাবে। শুধু সরকারের ত্রানের দিকে তাকিয়ে নয়, যার যা কিছু আছে তা নিয়ে এই অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়াতে হবে এই চিন্তা চেতনাকে ধারন করেই পানিবন্দী অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছেন এমপি শাওন।
শনিবার ২১ই অক্টোবর রাতে তজুমদ্দিনের চাদঁপুর ১নং ওয়ার্ড চৌমুহনী এলাকা, সিট্রাক ঘাট এলাকার প্রায় ৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে এসব এলাকাতে জোয়ারের পানি ডুকতে থাকে এতে পানিবন্দী হয়ে পরে এখান মানুষেরা।
পরবর্তিতে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন খবর পেয়ে তাৎক্ষনিক ঢাকা যাওয়ার প্রোগ্রাম বাতিল করে অসুস্থ শরীরে চলে আসেন এসব এলাকা পরিদর্শনে এবং এখানকার মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, তজুুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার জনাব জালাল উদ্দিন, তজুুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাঃ সঃ জনাব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা সাজু, উপজেলা যুবলীগ সভাপতি কিরণ, যুবলীগ সাঃ সঃ আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, ছাত্রলীগ সাঃ সঃ মোঃ রাসেল সহ সকল অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দ।