ভোলায় রাতের আধারে ছিনতাই আহত-৩
ভোলা সংবাদদাতা : ভোলার সদর উপজেলার আলীনগর পালাওয়ান বাড়ীর এলাকায় ব্যবসায়ী ও তার স্ত্রী, ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ ৫০হাজার টাকাসহ একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত ১১টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপালে চিকিৎসাধীন কালাম ব্যপারী জানান, সে আলীনগর মাদ্রাসাবাজার থেকে ব্যাবসায়ীক কাজ শেষে বাই সাইকেল যেগে বাড়িতে যাওযার সময় পালওয়ান বাড়ির দরজায় পৌঁছলে সেখানে থাকা জাকির(২৫), মিজান(৩০) ও ফরিদ নামের ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তার সঙ্গে থাকা নগদ ৫০হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। কালাম ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে ব্যাপক মারধর করে। এসময় তিনি ডাক চিৎকার করলে বাড়ি থেকে ছোট ছেলে মোঃ হাসান(১৫) ছুটে আসলে তাকেও মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ খবর শুনে বাড়িতে থাকা কালামের স্ত্রী বিউটি(৪০) জাকিরের বাবা সেকান্দরকে জানালে সে উত্তেজিত হয়ে তাকেও মারধর করে। পরে এলকাবাসী তাদেরকে উদ্বার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল জানান, ঘটনাটি সত্যি কালাম ব্যাপারী আমার কাছে বলছে এবং জাকির গ্রুপও আমার কাছে আসছে মিমাংশার জন্য। আমি কালাম ব্যাপারী ও তার স্ত্রী এবং ছেলেকে চিকিৎসার করানোর জন্য বলছি। সুস্থ্য হলে পরে মিমাংশা করে দিব। এ ব্যাপারে একটি ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।