শনিবার, ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » প্রাকৃতিক দুর্যোগের কারনে নৌ চলাচল বন্ধ ঘোষণা।।লালমোহন বিডিডিনিউজ
প্রাকৃতিক দুর্যোগের কারনে নৌ চলাচল বন্ধ ঘোষণা।।লালমোহন বিডিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : প্রাকৃতিক দুর্যোগের কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। শুক্রবার বিকাল থেকে নদী পথের সকল রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।
বিআইডব্লিউটি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, খারাপ আবহওয়ার কারণে সারা দেশে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের সব ধরনের নৌযানের ক্ষেত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।
আর উপকূলীয় এলাকা হাতিয়া, বেতুয়া ও রাঙ্গাবালিতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
বিআইডাব্লিউটিএ’র সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানিয়েছেন, নিম্নচাপের কারণে বেলা আড়াইটা থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।এর আগে সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছিলো। পরে আবহাওয়া আরও বিরূপ আকার ধারণ করায় সকল নৌযান বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল নৌ চলাচল বন্ধ থাকবে।