শনিবার, ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ।।লালমোহন বিডিনিউজ
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে পারাপারের অপেক্ষায় উভয় পারে আটকা পড়েছে শত শত যানবাহন।
শনিবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বি আইডব্লিউটিসি)।
সংস্থাটির আরিচা সেক্টরের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতকাল রাত থেকে প্রতিকূল আবহাওয়ায় ফেরিগুলো ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিল। এ ছাড়া মাঝারি ও ভারি বর্ষণে ঘাটের পন্টুন পিচ্ছিল হয়ে যায়। এমন বাস্তবতায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে পাটুরিয়া ঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে ।