
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » উন্নয়নের রূপকে গতিশীল করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন: এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
উন্নয়নের রূপকে গতিশীল করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন: এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন :তজুমদ্দিনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,
বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে এবং চলমান উন্নয়নকে গতিশীল করতে দেশবাসীকে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে লালমোহন - তজুমদ্দিনের তৎকালীন সংসদ সদস্য মেজর হাফিজের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারন মানুষের উপর নজিরবিহীন অত্যাচার ও বর্বরতা চালানো হয়েছিলো। তাদের অত্যাচারে শেফালি রিতা রাণীদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে যেতো। বিএনপির লোকেরা আওয়ামীলীগের কোনো নেতাকর্মীদের উপর হামলা করলে মেজর হাফিজ তাদের কে পুরষ্কৃত করতেন।
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকলে কী হয়? সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এমনকি জনগণের টাকা, এতিমখানার টাকা, সে টাকাও তারা চুরি করে খায়, বিদেশে তারা বিত্ত ভৈরব বাড়ায়। এটাই তাদের আসল চরিত্র। বিএনপি ক্ষমতায় ফিরলে বাংলাদেশ ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের দেশ’ হবে বলে তিনি মন্তব্য করেন।
অপরদিকে সুধি সমাবেশ কে সফল করার জন্য তজুমদ্দিনের প্রতিটি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাদের নেতৃত্বে সমাবেশ স্থলে প্রায় লাখো মানুষের সমাগম ঘটে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মোকতার হোসেন, ভোলার জেলা কমান্ড্যান্ট জনাব জানে আলম সুফিয়ান, তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার জনাব জালাল উদ্দিন।
তজুুমদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, আ’লীগ সাঃ সঃ ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা সাজু, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, উপজেলা যুবলীগ সভাপতি কিরন, যুবলীগ সাঃ সঃ আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, ছাত্রলীগ সাঃ সঃ মোঃ রাসেল, আমার এমপি ডট কম এর এ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।