শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ২৬ অক্টোবর চালু হচ্ছে মগবাজার ফ্লাইওভার ।। লালমোহন বিডিনিউজ
২৬ অক্টোবর চালু হচ্ছে মগবাজার ফ্লাইওভার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মগবাজার-মৌচাক ফ্লাইওভার পুরোপুরি চালু হতে যাচ্ছে।
আগামী ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
নির্মাণের তৃতীয় ধাপে এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেলের দিকের অংশটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয় চলতি বছরের ১৭ই মে। এর আগে ২০১৬ সালের ৩০শে মার্চ এ ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করেন।
একই বছরের ১৫ই সেপ্টেম্বর এ ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১১ সালে যখন এই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এরপর কয়েক ধাপে ব্যয় বেড়ে তা ১ হাজার ১৩৫ কোটি টাকায় পৌঁছায়।