
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ৩ নম্বর সংকেত ।।লালমোহন বিডিনিউজ
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ৩ নম্বর সংকেত ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারও বৃষ্টি ঝরছে। ঢাকায় বুধবার রাত, বৃহস্পতিবার সকাল ও রাতে বৃষ্টি। শুক্রবার ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত রয়েছে।
এদিকে, সমুদ্রে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরে আজও ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্নচাপটি ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরদিকে অগ্রসর হয়েছে। আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাসের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও দেয়া হয়েছে।
ছুটির দিন হওয়ায় সকালে বেশির ভাগ স্কুল কলেজ ও অফিস বন্ধ। তাই ঘরেই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে বৃষ্টি উপভোগ করছে অনেকে। তবে বৃষ্টিতে ভিজেই দিনমজুরদের কাজ করতে হচ্ছে।