
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুমের আনুষ্ঠানিক উদ্বোধন ।। লালমোহন বিডিনিউজ
বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুমের আনুষ্ঠানিক উদ্বোধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : দেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্ত্রে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘পেপ্যাল+জুম সার্ভিস অ্যান্ড ফ্রিল্যান্সার কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, এত দিন ধরে প্রবাসীরা বিভিন্ন চ্যানেলে তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন। এতে যেমন পয়সা বেশি খরচ হচ্ছে, তেমনি বিড়ম্বনার শিকারও হচ্ছেন। পেপ্যালের জুম সেবা চালুর মাধ্যমে এখন থেকে তাঁরা এই সেবা গ্রহণ করে মাত্র দুই ঘণ্টার মধ্যে অর্থ দেশে পাঠাতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আপাতত পেপ্যালের জুম সার্ভিসের মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সার ও প্রবাসী বাংলাদেশিরা অর্থ পাঠাতে (ইনবাউন্ড) পারবেন।
তবে দেশ থেকে অর্থ বিদেশে পাঠানো যাবে না।