মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ছোটন সাহা।।লালমোহন বিডিনিউজ
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ছোটন সাহা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেশটিভি ও বাংলানিউজের ভোলা প্রতিনিধি , ভোলা প্রেসক্লাব সদস্য ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক ছোটন সাহা আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বেপারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালের দিকে মোটরসাইকেল নিয়ে ভোলা থেকে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন সাংবাদিক ছোটন সাহা। এ সময় ভোলা-চরফ্যাশন সড়কের বেপারী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এবং ভ্যান সাইডদিতে গিয়ে ধাক্কা লেগে রাস্তায় পরে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ছোটন সাহা জানান, ট্রলি সাইড দিকে গিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে বা পায়ে প্রচন্ড আঘাত পেয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলাম।