
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » পুলিশ কর্তৃক অপরাধের শিকার হলে সে তথ্য ও অভিযোগ বক্সে ফেলুন - ডিআইজি
পুলিশ কর্তৃক অপরাধের শিকার হলে সে তথ্য ও অভিযোগ বক্সে ফেলুন - ডিআইজি
লালমোহন বিডিিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি: ইভটিজিং মাদকসহ সকল অপরাধী এমনকি পুলিশ কর্তৃক হয়রানীর শিকার হলে সে তথ্য অভিযোগ বক্সে ফেলুন।
মঙ্গলবার চরফ্যাসন পৌর ৪নং ওয়ার্ড কলেজ রোডে বসানো অভিযোগ বক্স পরিদর্শন শেষে বরিশাল বিভাগের ডিআইজি শফিকুল ইসলাম এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন ।
তিনি বলেন, ইভটিজিং মাদকসহ সকল অপরাধীগনের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না । তাই পুলিশী কার্যক্রম দিন দিন ঢেলে সাজানো হচেছ।
জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌছে দেয়ার জন্যে পৌরসভা ৪নং ওয়ার্ড কলেজ রোডে তথ্য অভিযোগ বক্স দেয়া হয়েছে। চরফ্যাশন ফ্যাশন স্কয়ার ওয়াচ টাওয়ার চত্বরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সংস্কৃতিক বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ ।