
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১ টায় রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনটির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন হাওলাদার ।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হাসান রিমন।
সম্মেলনে পুরাতন কমিটিকে ভেঙ্গে দিয়ে নতুন কমিটির সভাপতি পদে প্রার্থী হয়েছেন রিয়াজ উদ্দিন চৌধুরী, মোসলে উদ্দিন লিটন, রাশেদ মহাজন ও মনজুর মোর্শেদ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সফিউল আলম প্রিন্স ও মমিন। সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীদের নাম সংগ্রহের পর পরবর্তীতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে কমিটি ঘোষনা করা হবে বলে জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন। রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা লালমোহন উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক মোশারফ হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদরুজ্জামান বাদল, সহ সভাপতি রফিজল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম, জামাল হাওলাদার সহ রমাগঞ্জ ইউনিয়ন আ”লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।