সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রী ভোলার নদী ভাঙ্গনরোধে ২২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রী ভোলার নদী ভাঙ্গনরোধে ২২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-০৩-আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দ্বীপ জেলা ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য এপর্যন্ত ২২০০ কোটি বরাদ্দ দিয়েছেন। জাতির জনকের কন্যা ভোলার মানুষকে অন্তর দিয়ে ভালবাসেন। যখনই তিনি ক্ষমতায় আসেন তখনই ভোলার মানুষের জন্য পর্যাপ্ত পরিমান বরাদ্দ দেন।
সোমবার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এমপি শাওন আরো বলেন,যুবলীগের আদর্শ হলো নেত্রী ও দলের জন্য জান প্রান দিয়ে কাজ করা। জাতির জনকের কন্যা যুবলীগকে যেভাবে দিয়েছেন তা অন্য কোন সংগঠনকে দেননি। লর্ডহাডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মহিবুল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন,লডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাশেম চেয়ারম্যান ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল,উপজেলা যুবলীগের সভাপতি ইমাম কমিশনার, সাধারন সম্পাদক রিপন প্রমূখ। আওয়ামীগের দুই মেয়াদে লালমোহন ও তজুমদ্দিনের ৮৫ভাগ মানুষ বিদ্যুত পেয়েছে বলে এমপি শাওন বক্তৃতায় জানান। এছাড়া সোমবার সকালে গজারিয়া বালিকা স্কুল এ্যান্ড কলেজে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় এমপি শাওন অংশগ্রহন করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদে আসীন হচ্ছে। গজারিয়া বালিকা বিদ্যালয়ের র্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফ সহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন। বিকেলে গজারিয়া এলাকার ৪নং ওয়ার্ডের চৌকিদার বাড়ী ও ২নং ওয়ার্ডের রহমত উল্লা হাওলাদার বাড়ীর উঠান বৈঠকে এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে এমপি শাওন সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্বভাবে কাজ করার আহবান জানান।