
সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » যুবলীগের নেতাকর্মীদের ভোগ নয় ত্যাগ নিয়ে কাজ করতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
যুবলীগের নেতাকর্মীদের ভোগ নয় ত্যাগ নিয়ে কাজ করতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান লিপু: লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী-যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় লর্ডহাডিঞ্জ বাজারে উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এমপি শাওন সম্মেলন স্থলে পৌছার সাথে সাথে চার দিক থেকে যুবলীগের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলকে জনসমুদ্রে পরিনত করে। প্রধান অতিথি বলেন, আমি লালমোহন উপজেলাকে আওয়ামীলীগের দূর্গে পরিনত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করেছি। যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে আমি আজ এ অবস্থায় এসে পৌছেছি। যুবলীগের নেতৃত্ব দিতে হলে ত্যাগের মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ভোগ নয় ত্যাগই যুবলীগের মুলমন্ত্র ।
মাদক,জুয়ার সাথে যুবলীগের কোন নেতাকর্মী জড়িয়ে পড়লে তাকে সাথে সাথে দল থেকে বহিস্কার করার নির্দেশ দেন।
সম্মেলনে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,ভাইচ চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা যুবলীগ সভপতি ইমাম হোসেন হাওলাদার, সম্পাদক আবুল হাসান রিমন।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশারেফ হোসেন সোহেল,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অধ্যাপক বাছেদ মিয়া , উপজেলা যুবলীগের সহ সভাপতি বদিউজ্জমান বাদল, অধ্যাপক মিজানুর রহমান লিপু, হারুনর রশিদ, যুগ্ন সম্পাদক নুরে আলম, জামাল হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সোহাগ পঞ্চায়েত, মুরাদ পঞ্চায়েত, শাহজাদা পঞ্চায়েত,
পৌর যুবলীগ সভাপতি মেহের, সম্পাদক অমিনুল ইসলাম,পৌর শ্রমীকলীগ সভাপতি জাকির পঞ্চায়েত , উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ্বাস,সম্পাদক জসিম ফরাজী, পৌর ছাত্রলীগ সম্পাদক যুবায়ের হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো, সম্পাদক তানজিম হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দু।
সম্মেলনে সভাপতি পদে ৪, সম্পাদক পদে ৫ জন তীব্র প্রতিযোগিতায় লবিং চালিয়ে যাচ্ছেন। দু এক দিনের মধ্যে সভাপতি, সম্পাদক সহ পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানাগেছে।