
সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বাল্য বিবাহ বন্ধে সকলকে সচেতন হতে হবে- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
বাল্য বিবাহ বন্ধে সকলকে সচেতন হতে হবে- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, বাল্য বিবাহ বন্ধে সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে মনবল। সেই সাথে পরিবারের সদস্যদেরকেও এই বিষয়ে সচেতন হতে হবে। তাহলেই বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হবে। আমার পক্ষ থেকে বাল্য বিয়ের প্রতি যুদ্ধ ঘোষনা করা হয়েছে। তারপরেও যদি কোনো দলীয় নেতাকর্মী এ বিষয়ে সুপারিশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি ছাত্রীদের উদ্যেশে বলেন, মেয়েরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে রয়েছেন। তাই তোমাদেরকে ভালো করে পড়ালেখা করে নিজেকে গড়ে তুলতে হবে। “১২ অক্টোবর বাল্য বিবাহ নিরোধ দিবস ও ১৩ অক্টোবর জাতিয় কন্যা শিশু দিবস” উপলক্ষ্যে ১৬ অক্টোবর সোমবার ভোলার লালমোহন উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার বর্তমান সরকার পড়ালোখার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছেন। প্রতি বছরের জানুয়ারির মাসের মধ্যে দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে সরকারিভাবে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। তার কারণে বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আর বিএনপি জামায়েত জোট সরকারের আমলে বাংলাদেশকে ভিক্ষুকের দেশ বলা হতো। সেই দেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে নিম্ম মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। দেশের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চালনায় ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ শামছুল আরিফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পশ্চিম চর উমেদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজান বেপারি, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিমসহ আরো অনেকে।