সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রাতের আধাঁরে জেলেরা ধরছে মা ইলিশ॥চলছে লোক দেখানো অভিযান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে রাতের আধাঁরে জেলেরা ধরছে মা ইলিশ॥চলছে লোক দেখানো অভিযান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি: গত ১ থেকে ২২ অক্টেবর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে মৎস্য অধিদপ্তর থেকে। তবুও রাতের আধাঁরে এই নিষিদ্ধ সময়েও থেমে নেই লালমোহনের জেলেরা। অবিচারে তারা শিকার করছে মা ইলিশ। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকেও চলছে লোক দেখানো অভিযান।
বিভিন্ন সুত্রে জানা যায়, লালমোহনের মেঘনার বাতির খাল , সর্দারের খাল , নূর মিয়া হাওলাদার বাড়ি সংলগ্ন ঘাট , গাইট্রা খাল ঘাট , বুড়ির দোন ঘাট সহ বিভিন্ন স্পট দিয়ে দিনের কিছু সময় ও রাতের আধাঁরে জেলেরা আইন অমান্য করে শিকার করছে মা ইলিশ।
স্থানীয়রা জানান, এখানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের তৎপরতা না থাকায় জেলেরা আইন অমান্য করে মাছ শিকার করছে। প্রজনন মৌসুমে কেউ যদি এই আইন অমান্য করে তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী শাস্তি মূলক ব্যবস্থা বিধান থাকলেও এখানে তা কাগজে কলমে রয়েছে।
স্থাথানীয়রা আরো জানান, এসময়েও যদি প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে অবরোধের পরে নদীতে ইলিশ খুব বেশি মিলবে না।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান জানান, আমরা ইলিম ধরা বন্ধ করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছি। তবুও লালমোহন সদরে তাদের লোক থাকার কারণে আমাদের যাওয়ার খবর জেলেদের কাছে পৌছে যায়। এজন্য আমরা কিছু কিছু জায়গায় অভিযান পরিচালনা করেও ব্যর্থ হচ্ছি। তবে এ পর্যন্ত ৪ জেলের জেল ও ৫ জনের জরিমানা করা হয়েছে।