শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় ভাবে কাজ করে যাচ্ছেন - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় ভাবে কাজ করে যাচ্ছেন - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন লালমোহন : আমাদের পাশ্ববর্তী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির উপর সেই দেশের সরকার, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্বারা পৈশাচিত অত্যাচার, ধর্ষণ, নিপীড়ন, বর্বর নির্যাতন, আগুনে পুড়ে মানুষ মারাসহ যে নৃশংস গণহত্যা চালাচ্ছে অত্যন্ত ঘৃন্য ও মানবতা বিরোধী এ গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলা ৩ আসনের এমপি আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় ভাবে সরকার কাজ করছে। মায়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন বন্ধে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সবার আগে এগিয়ে এসেছেন। আন্তজার্তিক মহলে রোহিঙ্গাদের দুঃখ, দুর্দশার চিত্র তুলে ধরে তাদের অধিকার আদায়ের জন্য কুটনৈতিক তৎপরতা চলছে। তাদের অধিকার ফিরিয়ে দিতে আমাদের তৎপরতা অব্যাহত। শনিবার সকাল ১০টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা ৩ আসনের এমপি আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলে। তিনি বলেন বাংলাদেশ সরকার সবসময় রোহিঙ্গাদের পাশে আছে এবং থাকবে। মায়ানমারের সামরিক যান্তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। কিন্তু ইসলামের নামে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ঈমান আকিদা সংরক্ষক কমিটির আয়োজনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সফিকুল ইসলাম বাদল, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম প্রমুখ