বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » দেখার মতো কেউ নেই শশীভূষণে খাল দখল করে চলছে পাকা ঘর নির্মাণের হিড়িক
দেখার মতো কেউ নেই শশীভূষণে খাল দখল করে চলছে পাকা ঘর নির্মাণের হিড়িক
চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশনের শশীভূষণে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের প্রতিযোগিতায় নেমেছেন স্থানীয় প্রভাবশালীরা। প্রকাশ্য দিবালোকে এসব প্রভাবশালীরা কাজ করলেও তাদের বলার মতো সাহস নেই সাধারণ জনগণের। তাই দখলদারদের অবৈধ কাজে বাধা দেয়ার ইচ্ছে থাকলেও বিভিন্নভাবে হয়রানির আশঙ্কায় চোখের সামনে মুখ বুজে সহ্য করছেন সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন স্থানের খাল দখল করে পাইলিং দিয়ে পাকা ঘর নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘ দিনেও এসব খাল খনন না করা ফলে খাল শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ায় নৌ চলাচলে বিঘ্নসহ বিভিন্ন খালের স্রোত কমে যাওয়ায় ইরিমৌসুমে সমস্যা হচ্ছে সাধারন কৃষকের। তার উপর দখলদারদের কারণেই খাল আরও ভরাট হয়ে যাচ্ছে। খালের দুই পাড় দখল করে পাকা ঘর নির্মাণ করায় ব্রিজের পথ সরু হওয়ার কারণে বাজারে দুইবার অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের গাড়ি পানি সংগ্রহ করতে পারেনি। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।জানা গেছে, বাজারের মধ্যেও সরকারি জায়গা দখল করে দোকান নির্মেণের ফলে গলি ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি ঢুকিয়ে কাজ করতে না পারায় ক্ষতির পরিমাণ বেড়েছে।স্থানীয় জনসাধারন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করে। এবং ভ্রাম্যামান আদালত খাল দখল করে ঘর নির্মাণ বদ্ধ করে দেয়। পরবতিতে দখলদাররা পূনরায় ঘর নির্মাণ করেন। জেলা প্রশাসক মো. সেলিম রেজা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউ করিম সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেও সেই নির্দেশকে বৃদ্বাঙ্গুলি দেখিয়ে সরকারি খাল দখল করে চলছে ঘর নির্মাণের কাজ।