সোমবার, ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী শতবর্ষ পূুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২১ ও ২২ অক্টোবর দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
সোমবার বিকালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শতবর্ষ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আঃ কুদদূস জানান, শতবর্ষ পুর্তি অনুষ্ঠানের বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এছাড়াও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।
এদিকে অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক। তিনি আরো বলেন, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার (৯ অক্টোবর) পর্যন্ত বিদ্যালয়ের ১৯৪৮ সাল থেকে ২০১৭ সালের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় ৯’শ ডেলিকেটেড নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শতবর্ষ অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
প্রথম দিন অর্থাৎ ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর তারা স্মৃতিচারণ করবেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ অক্টোবর শনিবার সমাপনী দিনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে দেশের নামী-দামী শিল্পী এবং ভাতর থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সংবাদ মম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল মহব্বত, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম আব্দুল্ল্যাহ, শাহ মোঃ নোমান, মোঃ বাহার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।