সোমবার, ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সংকট সমাধানে তিন মুরুব্বি’র কাছে যান- প্রধানমন্ত্রীকে বি চৌধুরী ।। লালমোহন বিডিনিউজ
সংকট সমাধানে তিন মুরুব্বি’র কাছে যান- প্রধানমন্ত্রীকে বি চৌধুরী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : রোহিঙ্গা সংকট সমাধানের জন্য চীন-ভারত ও রাশিয়ার কাছে যেতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বি. চৌধুরী বলেন, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে ফোন করুন, চীনের সঙ্গে দেখা কারুন এবং মোদির কাছে যান। এই তিন দেশ হলো মিয়ানমারের মা। তারাই পারে সমাধান করতে। এই তিন মুরব্বির কাছে যান।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন-রাশিয়া আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তিনি (শেখ হাসিনা) চেষ্টা করেছেন যুদ্ধ এড়াতে। আসলে লংটাইম সল্যুশন দরকার।
তিনি আরো বলেন, মিয়ানমার হলো অস্ত্র শস্ত্রে স্বজ্জিত একটা দেশ। আগে আমরা বলতাম- তাদেরকে ৭ দিনে দখল করতে পারি। কিন্তু এখন আর সেই দিন নেই। মিয়ানমারের সবচেয়ে বেশি অস্ত্র যোগানদাতা হলো আমাদের বন্ধু রাষ্ট্র চীন, ২য় হলো রাশিয়া, যারা রূপপুর পারমানবিক প্রকল্প বাস্তবায়ন করে দিবে। আর ৪৫ বছর ধরে যাদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে স্যাকরিফাইজ করে যাচ্ছি, তারাও অস্ত্র সাপ্লাই করছে। এমনকি ইসরাইলও তাদেরকে অস্ত্র দিয়েছে।
বি. চৌধুরী বলেন, এ ব্যাপারে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। শেষ কথা হলো জাতীয় ঐক্য করতে হবে এ সমস্যা সমাধানে। আমরা কী যেয়ে যেয়ে করবো নাকি প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করবেন। ইমিডিয়েট সমাধান না করে লংটাইম সমাধান করতে হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. এম গোলাম সারোয়ার, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের মাজহারুল ইসলাম প্রমুখ।