রবিবার, ৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম » শিশু পুত্রের মুখে বিষ ঢেলে মায়ের আত্মহত্যা ।। লামোহন বিডিনিউজ
শিশু পুত্রের মুখে বিষ ঢেলে মায়ের আত্মহত্যা ।। লামোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ঠাকুরগাওয়ের রণীশংকৈল উপজেলার সহদোর গ্রামে শিশু পুত্রের মুখে বিষ ঢেলে নিজে আত্মহত্যা করেছে।
বোরবার পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সহদোর গ্রামের মানিক হোসেনের স্ত্রী কহিনুর বেগম কনিকা (২৩) ৩ বছরের শিশু পুত্রের মুখে বিষ ঢেলে ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী শিশুটির চিৎকার শুনে ঘরের চালা ভেঙ্গে শিশু মাহিকে উদ্ধার করে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাণীশংকৈল থানার এসআই আবু তালেব বলেন, গৃহবধূ কনিকার হাতে চাকু দিয়ে কাটার দাগ পাওয়া গেছে। সেখানে রক্তের দাগও ছিল। এজন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির অবস্থা আশঙ্কা জনক ছিল।