রবিবার, ৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার মেঘনায় গো-খাদ্যের ট্রলার ডুবি, নিখোঁজ ৮ কৃষক উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
মনপুরার মেঘনায় গো-খাদ্যের ট্রলার ডুবি, নিখোঁজ ৮ কৃষক উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সীমান্ত হেলাল মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় প্রবল স্রোতের কবলে পড়ে গো-খাদ্য (ঘাস/ উড়ি) বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা ৮ কৃষক নিখোঁজের খবর পাওয়া যায়। পরে বিকেল ৫ টায় মেঘনায় অভিযান চালিয়ে নিখোঁজ ৮ কৃষককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।
রবিবার সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পশ্চিম পাশে চর নজরুল থেকে গবাধি পশুর গো-খাদ্য (ঘাস/উড়ি) বোঝাই ট্রলার ফেরার পথে চর শামসুদ্দিন সংলগ্ন পূর্বপাশের মেঘনায় এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকৃত কৃষকরা হলেন, রাশেদ, ভারত চন্দ্র দাস, নির্মল ঠাকুর, শফিউল্লাহ, দিলিপ, নুরুল ইসলাম, কাশেম, যাদব চন্দ্র দাস। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর ও চরযতিন গ্রামে।
উদ্ধারকৃত রাশেদ, ভারত চন্দ্র দাস, শফি উল্লাহ জানান, চর নজরুল থেকে ট্রলারে ঘাস বোঝাই করে ফেরার পথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। পরে কোস্টগার্ড আমাদের উদ্ধার করে নিয়ে আসে।
মনপুরা মৎস্য অভিযানে দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত কোস্টগার্ডের টিম ডুবে যাওয়া ট্রলারটি সহ ৮ জনকে নদী ও বিভিন্ন চর থেকে বিকেল ৫ টায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃতদের হাজিরহাট ঘাটে এনে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।