শনিবার, ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবা সহ আটক ২।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবা সহ আটক ২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ড থেকে ৮ পিচ ইয়াবা সহ সবুজ (২২) ও সজিব (২১) নামের ২ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। গতকাল বোরহানউদ্দিন থানার ও.সি শহীদুল ইসলামের নেতৃত্বে এস.আই মামুন ও এ.এস.আই জসিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটক সবুজ ও সজিবের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা হয়েছে। সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিববুল্লাহ মৃধা জানান, বোরহানউদ্দিন থানার পুলিশ সবুজ ও সজিবকে আটক করায় এলাকায় অনেকটা শান্তি ফিরে আসবে। তারা এলাকায় ইয়াবা ব্যবসা সহ চোর ছিলেন। তিনি আরও বলেন, তাদেরকে আটক করায় বোরহানউদ্দিন থানার ও.সিকে ফুলের শুভেচ্ছা সহ পুরুস্কার উপহার দিবেন। বোরহানউদ্দিন থানা ও.সি শহীদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।