বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » নরেন্দ্র মোদির ঢাকা সফর, চুক্তি হতে পারে ঢাকা-কলকাতা বাস চলাচলের
নরেন্দ্র মোদির ঢাকা সফর, চুক্তি হতে পারে ঢাকা-কলকাতা বাস চলাচলের
রাশেল সিকদার ঢাকা : আগামী জুন মাসে ঢাকা সফরের আসছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আসার সময় কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচলের নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন সেতু ও সড়ক যোযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
নয়াদিল্লী সফরে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সংগে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকও সেরেছেন। খবর : ভয়েস অফ আমেরিকার।
তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে এর আগে সরকারি পর্যায়ের বৈঠকেই পশ্চিম বঙ্গ সরকারের পরিবহন সচিব এ বিষয়ে প্রস্তাব দেন যা আগামী দিন বাস্তব রুপ পেতে চলেছে।