
শনিবার, ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরাহানউদ্দিনে রাজমনি সিনেমা হলে চলচ্চিত্রের চিকন আলী ও জুই দর্শকদের মাতালেন।।লালমোহন বিডিনিউজ
বোরাহানউদ্দিনে রাজমনি সিনেমা হলে চলচ্চিত্রের চিকন আলী ও জুই দর্শকদের মাতালেন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিনদন কেন্দ্র রাজমনি সিনেমা হলে ঢাকা অ্যাটাক ছবির উদ্ভোধন উপলক্ষে শুক্র ও শনিবার চলচিত্রের চিকন আলী ও নায়িকা জুই নেচে গেয়ে দর্শকদের মাতালেন। রাজমনি সিনেমা হল কর্তৃপক্ষ মোঃ আলমগীরের আয়োজনে ঢাকা অ্যাটাক ছবির উদ্ভোধন উপলক্ষে শুক্র ও শনিবার দর্শকদের বার্তি বিনদনের জন্য এ আয়োজন করা হয়। রাজমনি সিনেমা হলে ঢাকা থেকে চলচিত্রের শীল্পিদের আগমন উপলক্ষে দর্শকদের উপচে পরা ভির রয়েছে।