শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘প্রধান বিচারপতির অসুস্থতা কিছু নয় এটা ভুয়া,- রিজভী ।। লালমোহন বিডিনিউজ
‘প্রধান বিচারপতির অসুস্থতা কিছু নয় এটা ভুয়া,- রিজভী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধান বিচারপতির অসুস্থতা কিছু নয় এটা ভুয়া, এটার একমাত্র টার্গেট হলো সরকারের বিরুদ্ধে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে কোনো কথা বলবে না।’
শুক্রবার সকালে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে অপহরণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে রিজভী বলেন, ‘একাত্তরের চেতনা কি এই ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই গুম হবে? মুক্ত বক্তা ও দৃঢ়চেতা মানুষকে সরকার পছন্দ করে না।’ প্রধানমন্ত্রীকে ‘সুপ্রিম জাস্টিস’ আখ্যায়িত করে বলেন, কার বিচার বা শাস্তি হবে তার রায় লেখা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি হলেন বিচার বিভাগের প্রধান, একটি স্বাধীন সংস্থার প্রধান, তিনি একটি ইনস্টিটিউট। তার যে হাল বর্তমান সরকার করেছে, এরই মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের বিচার বিভাগের উপর আঘাত করা হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের একটি রায়ের পর্যবেক্ষণে সরকার বিব্রত ও ক্ষুব্ধ হয়েছে। তাই বিরোধী দলের যেমন কথা বললে বেঁচে থাকার অধিকার নেই, গুম-খুন-হত্যার শিকার হতে হয়, তেমনিভাবে সুপ্রিম কোর্টের কোনো পর্যবেক্ষণ যদি সরকারের বিপক্ষে যায় তাহলে একই অবস্থার মধ্যে পড়তে হবে।’
তিনি বলেন, ‘গতকাল প্রধান বিচারপতি তার স্ত্রীকে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, পূজা করেছেন। তাহলে আমরা কি বলবো? একদিকে আইনমন্ত্রী বলছেন, তিনি ছুটি নিয়েছেন। অন্যদিকে আজকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, এতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাহলে কোনটা ঠিক? ঠিক এটাই যে, প্রধান বিচারপতি সরকারের টার্গেট।’