শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » এস কে সিনহা’র ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি
এস কে সিনহা’র ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি
লালমোহন বিডিনিউজ : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি। কোনো দিনই দেশের মানুষ এটি করতে দেবে না।
শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, প্রধান বিচারপতি শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন। বিচারপতি তার নিজের চিঠিতেও এটি উল্লেখ করেছেন। এ জন্যই তার ছুটি মঞ্জুর হয়েছে। এ নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে।
বিএনপির সব কথাই মনগড়া উল্লেখ করে শাজাহান খান বলেন, পাকিস্তানে বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিএনপি তা বাংলাদেশে সৃষ্টি করতে চায়।