বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গাদের জন্য প্রস্তুত করা হচ্ছে ভাষানচর ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গাদের জন্য প্রস্তুত করা হচ্ছে ভাষানচর ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : কক্সবাজারের পরিবেশ অক্ষুণ্ন রাখতে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালী জেলার ভাসানচরে (চরটি আগে জালিয়ারচর, ঠেঙ্গারচর নামে পরিচিত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ অনুসারে এর নতুন নামকরণ করা হয়েছে ভাসানচর) স্থানান্তরের জন্য কাজ শুরু করেছে সরকার। এজন্য সম্পূর্ণ চরটি বসবাস উপযোগী ও সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এজন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহায়ক সংস্থা ইউএনডিপির কাছেও সহায়তা চাইবে সরকার বলে জানা গেছে।
জানা যায়, চরটির নিরাপত্তা বিধান, বসবাসের উপযোগী পরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও বনায়নের লক্ষ্যে মাস্টার পস্নান প্রণয়নের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে দুটি সাইক্লোন শেল্টার স্থাপন, পানি নিষ্কাশন ও পুকুর খনন, জেনারেটর ও সোলার প্যানেল স্থাপন, ভাঙন প্রতিরোধক ব্যবস্থাসহ বেড়িবাঁধ নির্মাণ, শরণার্থী শিবির স্থাপন, পশুপালন ও পর্যটন বিকাশ ইত্যাদি কাজের জন্য ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে এবং নৌ ফরওয়ার্ড বেইস স্থাপনসহ দুটি হেলিপ্যাড নির্মাণের বিষয় বিবেচনাধীন রয়েছে।
তবে জমির অপ্রতুলতার বিষয়টি বিবেচনায় রেখে যত্রতত্র স্থাপনা নির্মাণ না করে পরিকল্পিতভাবে রেস্টহাউজ, খেলার মাঠ, স্কুল, প্রশিক্ষণ মাঠ, জলাশয় ইত্যাদি নির্মাণ করা হবে। চরটি বসবাসের উপযোগী করে গড়ে তোলার পর সেখানে রোহিঙ্গা শরণার্থী ও ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে পরিকল্পনা রয়েছে সরকারের।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, নোয়াখালী জেলার ভাসানচরটি বসবাস উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ চলছে। এজন্য বৈদেশিক সহায়তাও চাওয়া হবে। এই চরটি বসবাস উপযোগী হলে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও সম্মতি রয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের এক স্থানে না রাখলে তারা সারাদেশে ছড়িয়ে যেতে পারে। এরপর তারা নানা ধরনের অপরাধ নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে যাবে। এতে দেশের অনেক ক্ষতি হবে। তাই দেশের নিরাপত্তার স্বার্থে তাদের এক স্থানে রাখা হবে।