বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৩০৭পিজ ইয়াবা সহ আটক -২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৩০৭পিজ ইয়াবা সহ আটক -২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহনে ৩০৭ পিজ ইয়াবাসহ পৃথক স্থান থেকে এমরান –(২৮) ও রিয়াজ (২৫) নামের দুজনকে আটক করেছ লালমোহন থানা পুলিশ ।
ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেনের নির্দেশে মাদক নির্মূলের লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান (লালমোহন সার্কেল) ও লালমোহন থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে বুধবার রাতে পৌনে আটটায় উপজেলার কালমা ১নং ওয়ার্ড লেছ ছকিনা মাও: মোফাজ্জল হোসেনের বাড়িতে এমরানের ঘরে অভিযান চালিয়ে ৩০০ পিজ ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা ব্যবসায়ী এমরান কে আটক করা হয় । আটক এমরান ঐ এলাকার মাও: মোফাজ্ঝল হোসেনের ছেলে ।
এমরানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে । মামলা নং -৪
অপরদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালমোহন হাসপাতালের সামনে মার্কেট এলাকা থেকে ৭পিজ ইয়াবাসহ মো: রিয়াজ নামের একজনকে আটক করা হয়ে। আটক রিয়াজ লেছ ছকিনা এলাকার সহাজ্জলের ছেলে ।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে । মামলা নং- ৫ ।