বুধবার, ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয়- ড. মঈন ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয়- ড. মঈন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ দফার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারের কোন আন্তরিকতা নেই। বুধবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ বিশ্ব মিডিয়ায় নিয়ে আসার কারণে সরকার বাধ্য হয়ে রোহিঙ্গা বিষয়ে এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর ৫ দফার অন্যতম সেইফ জোন বাস্তবায়ন হলে পরিস্থিতি ফিলিস্তিনের মতো হবে। সেইফ জোনে রাখা মানবিক সমাধান নয়।
মিয়ানমারের মন্ত্রীর সফর আইওয়াশ উল্লেখ করেন তিনি আরো বলেন, পরীক্ষা নিরীক্ষার নামে সময়ক্ষেপনই তাদের মূল লক্ষ্য। ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে এ সময় কি কেউ নাগরিকত্বের কাগজ নিয়ে দৌড়াবে না প্রাণ বাঁচাবে?
মিয়ানমার একটি জনগোষ্ঠিকে মুছে দিতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্রটি আমাদের বন্ধু। কিন্তু কোন বন্ধু যদি অপকর্ম করে তা আমরা সমর্থন করতে পারি না। কোন মানুষকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।
আরাকানে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করে উল্লেখ করে তিনি বলেন, ন্যূনতম সুবিধা দেবেন না, নাগরিক সুবিধা দেবেন না, তাদেরকেই আবার টেররিস্ট বলবেন- এটা হতে পারে না। রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে। থাকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকুরির নিশ্চয়তা দিতে হবে। সমান সুযোগ তৈরি করতে হবে।
বিএনপি রোহিঙ্গাদের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, ২৬ আগস্ট থেকে ড্যাব চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বিনামূল্যে ওষুধও দেয়া হচ্ছে সেখানে।