বুধবার, ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এ ঋণের সুদের হার অনেক কম- অর্থমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
এ ঋণের সুদের হার অনেক কম- অর্থমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভারতের সঙ্গে ঋণ চুক্তিকে বাংলাদেশের প্রতি দেশটির সুসম্পর্কের বহিঃপ্রকাশ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এ ঋণের সুদের হার অনেক কম এবং ২০ বছরে পরিশোধ করতে হবে’।
বুধবার সচিবালয়ে ঢাকা সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে, দুই মন্ত্রীর উপস্থিতে ভারতের সঙ্গে সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৩৬ হাজার কোটি টাকার চুক্তি সই করে বাংলাদেশ। এ সময় দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত যৌথ ইন্টারপ্রেটিভ নোটও স্বাক্ষরিত হয়।
ভারতের ঋণ দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ ঋণ বাংলাদেশের প্রতি ভারতের সুসম্পর্কের বহিঃপ্রকাশ। তৃতীয় ধাপের এই ঋণের অর্থ সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হবে বলেও জানান তিনি।