সোমবার, ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | বিবিধ | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা ইস্যু, আলোচনার জন্য ঢাকা এসেছেন মিয়ানমারের মন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা ইস্যু, আলোচনার জন্য ঢাকা এসেছেন মিয়ানমারের মন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা অফিস : রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় এসেছেন মিয়ানমারের মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে।
রোববার রাত ১ টার দিকে তিনি ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌছান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) মঞ্জুরুল করিম খান চৌধুরী তাকে স্বাগত জানান। এসময় ইয়াংগুনে নিযুক্ত বাংলাদেশের সুফিউর রহমান এবং ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উ মিন্টসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্মী বাহিনীর বর্বর নির্যাতনে ২৫ শে আগস্টের পর রাখাইন থেকে এ পর্যন্ত ৫ লাখ ১ হাজার ৮০০ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টায় রয়েছে বলে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় মনে করে। তারা যেন বাংলাদেশ থেকে ফিরে যেতে না পারে এ জন্য সীমান্তে স্থল মাইন পুতে রাখা হয়েছে। একই সঙ্গে সমস্থ আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশ বর্ডার সংলগ্ন রাখাইনে বিভিন্ন এলাকায় ২ ব্যাটালিয়ন সেনা মোতায়েন রেখেছে বর্মী কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে তারা ভারী অস্ত্র সস্ত্রে সজ্জিত। ২৫শে আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৯ বার মিয়ানমার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। আজ সকাল ১১ টায় মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ কর্মকর্তারা দীর্ঘ বৈঠকে বসেছেন। বৈঠকটি দুপুর অব্দি চলবে। সেখানে এসব বিষয়ে আলোচনা হবে।