বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » টাঙ্গাইলে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: কিশোর নিহত
টাঙ্গাইলে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: কিশোর নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মোশারফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজিয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোশারফ একই গ্রামের আশরাফ আলী খানের ছেলে।
আহতদের মধ্যে ১২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদের জমি নিয়ে গজিয়াবাড়ি গ্রামের লোকজনের সঙ্গে পাশের হিঙ্গানগর চরপাড়ার লোকজনের বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দেশি অস্ত্রের আঘাতে মোশারফের মৃত্যু হয়। এসময় আহত হন আরো ২০ জন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।