বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » মা’ ইলিশ নিধন করলে ধরিয়ে দিলে কালার টিভি পূরস্কার “ইউএনও।।লালমোহন বিডিনিউজ
মা’ ইলিশ নিধন করলে ধরিয়ে দিলে কালার টিভি পূরস্কার “ইউএনও।।লালমোহন বিডিনিউজ
এইচ. এম. এরশাদ বোরহানউদ্দিন প্রতিনিধি: সরকারের নিষেধাজ্ঞা অমাণ্য করে ১ অক্টবর থেকে ২২ অক্টবর পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ নিধন করলে ধরিয়ে দিলে কালার টিভি পূরস্কার ঘোষণা করলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস। বুধবার বিকাল ৪টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মা’ ইলিশ রক্ষায় মতবিনিময় সভায় জেলে সমিতির প্রতিনিধি ও জেলেদের উপস্থিতিতে তিনি এ কথা বলেন। উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. ফ. এম নাজমুস সালেহীন, বাংলাদেশ ক্ষুদ্র জেলে সমিতির বোরহানউদ্দিন শাখার সভাপতি মোঃ আবুছায়েদ মাঝি, জাতীয় মৎস্য জেলে সমিতির বোরহানউদ্দিন শাখার সভাপতি মোঃ শাহেআলম মেম্বার সহ মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন ঘাটের জেলেরা ।