বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য শিক্ষা উপকরণ প্রদান করলো দুদক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য শিক্ষা উপকরণ প্রদান করলো দুদক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,রিপন শান, লালমোহন: শিক্ষা জীবনেই নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও নাগরিক সততার ব্যাপক বিকাশের লক্ষ্যে স্কুল কেন্দ্রিক সততা স্টোর প্রতিষ্ঠা করে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে দূনীতি দমন কমিশন। এই কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের জন্য শিক্ষা উপকরণ প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফের উপস্থিতিতে উপজেলা পরিষদ ফ্রন্টলনে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে ৬৫৪২ টাকা মূল্যবানের প্যাকেজ শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দিয়েছেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান। এসময় দুদক লালমোহন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সাধারন সম্পাদক প্রভাষক রিপন শান, সদস্য মোঃ জসিম জনি, তজুমদ্দিন উপজেলা কমিটির সহসভাপতি রফিক সাদী, লালমোহন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোরের পক্ষ থেকে উপকরণ সামগ্রী গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হাই। আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোরের পক্ষে উপকেরণ সামগ্রী গ্রহণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন। একই দিন ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশনে এরকম আরো ৪টি বিদ্যালয়ের সততা স্টোরেও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সততা সৃষ্টির লক্ষ্যে দুদকের উদ্যোগে লালমোহন উপজেলায় দু’টি বিদ্যালয়ে সততা সংঘ গঠন করা হয়েছে। এ সংঘের তত্ত্বাধায়নে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে সততা ষ্টোর নামক পরিক্ষামূলক দোকান রয়েছে। যে দোকানে দোকানদার থাকে না। শিক্ষার্থীরা সওদা কিনে তার সঠিক মুল্য রেখে যান। সততা স্টোরের মূলধন হিসেবে দুদকের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।