বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শালিস অমান্য, গাছের সুপারি নিয়ে গেল ভুমিদস্যু জাহাঙ্গীর ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে শালিস অমান্য, গাছের সুপারি নিয়ে গেল ভুমিদস্যু জাহাঙ্গীর ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে গ্রাম্য শালিস অমান্য করে বাগানের প্রায় আট বি সুপারী যার বর্তমান বাজার মুল্য প্রায় চার হাজার টাকা, জোরপূর্বক পেরে নিয়েছে ভুমিদস্যু জাহাঙ্গীর ।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় পৌরসভার ৭ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর ৭নং ওয়ার্ড এলাকার হাজী মো: ইউনুছ গংদের সাথে একই এলাকার জাহাঙ্গীর গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
বিষয়টি মীমাংসা করার জন্য ইউনুছ গংরা এলাকার গণ্যমান্য শালিসি বৈঠকের ব্যবস্থা করলে উভয় পক্ষকে পূর্বের সিমানা অনুযায়ী জমিভোগ করার জন্য নির্দেশ প্রদান করে শালিস ।
কিন্তু সেই নির্দেশ অমান্য করে ভুমিদস্যু জাহাঙ্গীর, জয়নাল আবদীন সহ কয়েকজন মিলে হাজী ইউনুছ মিয়ার বাগানের সুপারী পেরে নেয় ।
হাজী মো: ইউনুছ জানান, শুধু জাহাঙ্গীর নয়, তাদের পুরো পরিবারই হচ্ছে অন্যের জমি দখলবাজ।
এ ঘটনায় লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেছেন তিনি।
বিষয়টি সঠিক তদন্ত করে প্রকৃত অপারাধীকে আইনের আওতায় এনে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।