সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ।। লালমোহন বিডিনিউজ
মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়ীঘরে অগ্নি সংযোগ দিয়ে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন বোরহানউদ্দিন উপজেলা শাখা ও সর্বস্তরের তোহিদ জনতার ব্যানারে পৌর ভবনের সামনে থেকে থানার মোড় পর্যন্ত দীর্ঘ লাইনের এ মানববন্ধনে উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক, ছাত্র, বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন বোরহানউদ্দিন শাখার সভাপতি অধ্যক্ষ মাও: আহমদ উল্যাহ আনছারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মো: মহিবুল্ল্যাহ পীর সাহেব বাটামারা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ, বাজার জামে মসজিদের খতিব মাও: মিজানুর রহমান, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন বোরহানউদ্দিন শাখার সাধারণ সম্পাদক মাও: মো: মোতছিমবিল্ল্যাহ, ছোটমানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাইফুল্ল্যাহ, জয়া মহিলা আলিম মাদ্রাসার আব্দুল গণি, আলিয়া মাদ্রাসার প্রভাষক মাও: হাবিবুর রহমান জাজিরী ।
আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর মো: সালাউদ্দিন পঞ্চায়েত, কামিল মাদ্রাসার মোহাদেছ ফয়জুল্লাহ প্রমূখ।