সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশে আসা এক লক্ষ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক ।। লালমোহন বিডিনিউজ
বাংলাদেশে আসা এক লক্ষ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ঢাকা অফিস: বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক।রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক এ কথা জানান।
রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে আহমেদ রফিক বলেন, আমরা মিয়ানমার থেকে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেব। এছাড়া রোহিঙ্গাদের জন্য শিগগিরই ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুতকৃত ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দেয়ার কথাও জানান আহমেদ রফিক।
এ সময় তিনি জানান, তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আব্বাস খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
ফাইল ছবি,