শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে মাঠে নামবে সেনাবাহিনী ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে মাঠে নামবে সেনাবাহিনী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় শনিবার থেকে কাজ শুরু করবে সেনাবাহিনী।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন এ কথা জানান।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে শুক্রবার অংশ নেবে সেনাবাহিনী।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গাদের স্যানিটেশন ব্যবস্থা থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজে অংশ নেবে সেনাবাহিনী।’
এসময় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, শরণার্থী ও ত্রাণ বিষয়ক হাই-কমিশনার আবুল কালাম ও কক্সবাজার পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইল ছবি,