শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » পচা গমের পর এবার পচা চাল আমদানি করেছে সরকার - রিজভী ।। লালমোহন বিডিনিউজ
পচা গমের পর এবার পচা চাল আমদানি করেছে সরকার - রিজভী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিনা ভোটে নির্বাচিত পচা সরকার এর আগে পচা গম আমদানি করেছিল। এখন পচা চাল আমদানি করছে। এ গোমর ফাঁস হয়ে যাওয়ার পর সরকার থাইল্যান্ড থেকে আসা দুটি জাহাজের চাল খালাস করছে না। যা চট্টগ্রাম বন্দরে আটকে আছে। জাহাজ দুইটিকে মালামাল ফেরত নিয়ে যেতে বলেছে সরকার। কিন্তু তারা বেসরকারিভাবে এ চাল বিক্রির জন্য বিভিন্ন ব্যবসায়ী মহলের সঙ্গে যোগাযোগ করছে বলে জেনেছি। এ চাল আমদানির পেছনে সরকারের রাঘব বোয়ালরা জড়িত। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, হঠাৎ করে আইনের শাসনের কথা কেন আসলো? আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করার বৃহৎ পরিকল্পনা ও ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর দলটির নেতারা বিচার বিভাগের আক্রমণ করেছে। দেশে একদলীয় শাসন চালু রাখতেই তাদের এমন বক্তব্য বলে মন্তব্য করেন রিজভী।