বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বান্দরবানে রোহিঙ্গাদের ত্রানবাহী ট্রাক খাদে. নিহত ৯ ।। লালমোহন বিডিনিউজ
বান্দরবানে রোহিঙ্গাদের ত্রানবাহী ট্রাক খাদে. নিহত ৯ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গা ত্রাণবাহী একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালার আমতলি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার ডা: সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে বড়শনখোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। আমতলি এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ছয়জন মারা যান। হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। আর আহত হয়েছেন ৮ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়শনখোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে ।